রাজশাহীতে ২৭০ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

আমানুল্লাহ আমান, রাজশাহী প্রতিনিধি সেপ্টেম্বর ২২, ২০২১, ০৫:০৫ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহীঃ জেলা নগরীতে ২৭০ বোতল ফেন্সিডিলসহ আমির হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

 এর আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ডিবির একটি টিম শহর রক্ষা বাঁধের ওপর থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আমির হোসেন জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সিপাইপাড়া গ্রামের আলম সিপাইয়ের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জেলার পবা উপজেলার চরমাঝারদিয়াড় এলাকা থেকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীর চর দিয়ে নদী পথে ভারতীয় তৈরি বাংলাদেশে আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল চোরাচালানের মাধ্যমে শহরে সরবরাহ করার তথ্য জানতে পারে ডিবি পুলিশ। ফলে ওই এলাকায় অবস্থান নেয় ডিবির একটি টিম এবং রাতে ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করে ওই যুবককে। এ সময় কিছু চোরাকারবারী ফেন্সিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। তবে গ্রেপ্তারকৃত আসামীর কাছ থেকে ১৫০ বোতল ও পলাতক আসামীর ফেলে যাওয়া বস্তা হতে ১২০ বোতলসহ মোট ২৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আমিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।