ঠাকুরগাঁওয়ঃধীরে ধীরে কমতে শুরু করছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।সবমিলিয়ে করোনা পরিস্থিতি এখন উন্নতির পথে।
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে কেউ মারা যাই নি কিন্তু নতুন আক্রান্তের সংখ্যা মাত্র দশ জন ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১০০’জনের নমুনা পরীক্ষা পর জেলায় নতুন করে আরো দশ জনের করোনা সংক্রমণ রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ছয় জন, রাণীশংকৈলে দুই জন, বালিয়াডাঙ্গীতে দুই জন ও করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এই নিয়ে ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত মোট ৭ হাজার ৪৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩১ জন সহ মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯১৩ জন ও মোট মারা গেছেন ২৩৫ জন।
এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় জেলাবাসিকে সাবধানতা অবলম্বনসহ সরকারী নির্দেশনা ও সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।