পীরগাছায় খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি সেপ্টেম্বর ২১, ২০২১, ০৪:৩৫ পিএম
ছবি : আগামী নিউজ

রংপুরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে রংপুরের পীরগাছায় খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টায় পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার আঞ্চলিক কার্যালয়ে বারটানের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ডা. মো. ছাদেকুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, পীরগঞ্জ উপজেলার আঞ্চলিক কার্যালয়ে বারটানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুল লতিফ প্রমুখ।

উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ও বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর বাস্তবায়নে প্রথমদিনে ৩০জন কিষাণ-কিষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।