নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে

তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবিতে মানববন্ধন

আতাউর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৬:১৭ পিএম
ছবি: আগামী নিউজ

দিনাজপুরঃ জেলার পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় অভিজ্ঞ শ্রমিকদের সংগঠন ‘আন্দোলন পরিচালনা কমিটি’। 

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনার কমিটির অস্থায়ী কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন আন্দোলনকারী শ্রমিকরা। 

এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আবু সাঈদসহ অন্যন্য নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় শ্রমিক নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেয়ার কথা থাকলেও প্রথমে তাদের উন্নয়ন শ্রমিক হিসেবে কাজে যোগদান করানো হয়। স্থায়ী নিয়োগ লাভের দাবীতে দীর্ঘ ৪ বছর ধরে আন্দোলন করে আসছেন তারা।
তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে নিয়োগের ক্ষেত্রে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অনুমোদিত ১৫৪ জন স্থানীয় অভিজ্ঞ শ্রমিককে অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে যে কোন পদে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করার  দাবি জানান তারা। ইতিমধ্যে কিছু সংখ্যক শ্রমিককে নিয়োগ প্রদান করা হলেও অবশিষ্ট শ্রমিকরা বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রয়োজনীয় জনবল না থাকায় বিদ্যুৎ উৎপাদন পূর্বের তুলনায় অনেকাংশে কমেছে। ফলে এলাকায় লোড শেডিং বেড়ে ভোগান্তি তুঙ্গে উঠেছে। দ্রুত এর সমাধান করা হলে আগামী ইরি-বোরো মৌসুমে এ অঞ্চলে বিদ্যুতের ঘাটতি আরও প্রকোপ আকার ধারণ করবে বলে আশংকা করছেন তারা। তাই দ্রুত সকল প্রক্রিয়া অনুসরণ করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় অভিজ্ঞ শ্রমিকদের নিয়োগ প্রদানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা। 

এ বিষয়ে  বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এস.এম ওয়াজেদ আলী বলেন, এখানে শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় আমাদের করণীয় কিছু নেই। উর্দ্ধতন কতৃপক্ষ এ বিষয়টি দেখেন।