নরসিংদীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০২১, ০১:৫৮ পিএম
ছবিঃ সংগৃহীত

নরসিংদীঃ জেলার কান্দাইলে যাত্রীবাহী বাস ও কন্টেইনারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া এসময় আহত হয়েছে অন্তত ১৫ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী শুভ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কে কান্দাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী কনটেইনারবাহী একটি ট্রেইলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ১৫ জন। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

এদিকে, এ ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সড়িয়ে নিলে যান চলাচল স্বভাবিক হয়।