গোপালগঞ্জঃ জেলার কোটালীপাড়ায় অভিযান চালিয়ে চার লক্ষাধিক টাকার অবৈধ চায়না, দুফাইর, গড়া ও ভেষাল জাল জব্দ করে পুড়িয়ে নষ্ট করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধারাবাশাইল ও বড়ই ভিটা বিলে এ অভিযান চালানো হয়।
কোটালীপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওহায়িদ জানান, উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল ও বড়ই ভিটা বিলে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই বিল থেকে ২টি চায়না, ৩টি ভেষাইল, ৪টি বড় দুহার, ৮টি ছোট দুহার ও ৪টি গড়া জাল এবং সরঞ্জাম জব্দ করা হয়।
পরে স্পটে সরঞ্জাম ধ্বংস এবং বাকি চায়না জাল উপজেলা চত্বরে এসে আগুনে পুড়িয়ে নষ্ট হয়। জব্দকৃত অবৈধ জালের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষাধিক টাকা।
ইউএনও আরও বলেন, দেশীয় মাছ রক্ষার্থে এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।