ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সেপ্টেম্বর ১২, ২০২১, ০৬:০৪ পিএম
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ০৭ জন সহ জেলায় নতুন ২১ জনের করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার ৭.৬৪% ছাড়িয়েছে।

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ১২১৩১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৯২৩২ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে। সর্বশেষ জেলায় ১৭৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবের ২৭৫ টি রিপোর্টে নতুন ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ০৭ জন, নাসিরনগর উপজেলায় ০১ জন, বিজয়নগর উপজেলায় ০২ জন, নবীনগর উপজেলায় ০৭ জন ও কসবা উপজেলায় ০৩ জন শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ১২১৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৪৫৩৬ জন, নাসিরনগর উপজেলায় ৩৩৭ জন, সরাইল উপজেলায় ৬৭৩ জন, আশুগঞ্জ উপজেলায় ১১৬৩ জন, বিজয়নগর উপজেলায় ৩৫৭ জন, নবীনগর উপজেলায় ১৮৩৮ জন, আখাউড়া উপজেলায় ৬০৫ জন, কসবা উপজেলায় ১৭৮৬ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৮৩৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় জেলায় ১২৮ জন সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১১৪ জন, সরাইল উপজেলায় ১২ জন, ও বিজয়নগর উপজেলায় ০২ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

এখন পর্যন্ত জেলায় ৯২৩২ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৩২১৭ জন, নাসিরনগর উপজেলায় ৩০৩ জন, সরাইল উপজেলায় ৫০০ জন, আশুগঞ্জ উপজেলায় ৭৯৪ জন, বিজয়নগর উপজেলায় ৩১২ জন, নবীনগর উপজেলায় ১৪৫৪ জন, আখাউড়া উপজেলায় ৫১০ জন, কসবা উপজেলায় ১৪৮৪ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৬৫৮ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

গত ২৪ ঘন্টায় জেলায় আরও ১ জন মারা গেছে। যার মধ্যে ৬০ বছর বয়সী একজন মহিলা বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এখন পর্যন্ত জেলায় ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৫ জন, নাসিরনগর উপজেলায় ০৫ জন, সরাইল উপজেলায় ২৩ জন, আশুগঞ্জ উপজেলায় ২০ জন, বিজয়নগর উপজেলায় ০৬ জন, নবীনগর উপজেলায় ৪৬ জন, আখাউড়া উপজেলায় ২০ জন, কসবা উপজেলায় ০৭ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১২১৩১ জন করোনায় আক্রান্ত রোগীর মধ্যে ৯২৩২ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৭২১ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ২৭১২ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ০৯ জন রোগী।

সর্বশেষ গত ২৪ ঘন্টায় জেলায় করোনা ভাইরাস শনাক্তের জন্য ২৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৪৫২ জনের করোনার রিপোর্ট প্রকাশ হয়েছে৷

এখন পর্যন্ত জেলায় ৬৯৯৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৬৬৯৯৩ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১২১৩১ জন আক্রান্ত হয়েছে৷