নোয়াখালীতে ৬৯ অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও ভিক্ষুক পুনর্বাসন

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি সেপ্টেম্বর ১১, ২০২১, ০৯:১৭ পিএম
ছবি: আগামী নিউজ

নোয়াখালীঃ সরকারের ঘোষিত “ভিক্ষা নয় কর্মই জীবন" এ প্রকল্পের উদ্যোগে নোয়াখালীতে দূঘটনাজনিত অক্ষম গরীব অসহায় দুস্থ প্রতিবন্ধী ও ভিক্ষুককে পুনর্বাসিত করেছে জেলা প্রশাসন। সব মিলিয়ে ভাগ্যবদল হয়ে পূর্ণবাসন পেলো ৬৯ জন।

শনিবার সকালের  দিকে “ভিক্ষা নয় কর্মই জীবন" প্রকল্পের আওতায় জেলা সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের শারিরীক প্রতিবন্ধী হেদায়েত উল্যাহ সাগরকে মনোহারী ও মুদি দোকানের মালামালসহ দোকানঘর দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন নোয়াখালীর মানবিক জেলা প্রশাসক খোরশেদ আলম খান। 

জেলা সদরের কাদির হানিফ ইউনিয়নে জেলা প্রশাসনের অর্থায়নে "স্টুডেন্টস্ অব নোয়াখালী" নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ভিক্ষার দায় থেকে মুক্ত হলো অসহায় একটি পরিবার। 

এ বিষয়ে জেলা প্রশাসক খোরশেদ আলম খান বলেন, ভিক্ষুকমুক্ত দেশ গড়ার প্রয়াসে সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় এই অঞ্চলের গরীব অসহায় দুস্থদে জেলা প্রশাসন বিভিন্নভাবে সহায়তা করবে। কিন্তু আবার ভিক্ষাবৃত্তিতে নামলে কোনো ধরনের সহায়তা করা হবে না। জেলা প্রশাসন এদের তদারকি করবে আরও ভালো কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা, সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা, কাদির হানিফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, স্টুডেন্টস্ অব নোয়াখালী এডমিন ইয়াসিন সুমন,ইকবাল মাহমুদ, প্রমূখ।