চুয়াডাঙ্গাঃ জেলার আলমডাঙ্গা উপজেলা হাসপাতালের শৌচাগার থেকে মালেকা খাতুন (৬০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ। সে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কুয়াতলা গ্রামের গোলাম রসুলের স্ত্রী ও দুই সন্তানের জননী। দীর্ঘদিন ধরে সে মানসিক রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ জানান, দীর্ঘদিন ধরে মানসিক রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন মালেকা খাতুন। ৮ সেপ্টেম্বর পেটের পিড়া নিয়ে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ভর্তি হন তিনি। পরিবারের সদস্যরা রাতে তার সঙ্গে থাকতেন না। শুক্রবার রাতে এক নারী শৌচাগারে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দিলে সকালে মরদেহ উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালেকা খাতুন নামের ওই বৃদ্ধার মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।