কুড়িগ্রামে বজ্রপাতে দুই কৃষি শ্রমিক নিহত

জাহাঙ্গীর আলম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ সেপ্টেম্বর ১১, ২০২১, ১২:১১ এএম
ফাইল ছবি

কুড়িগ্রামঃ জেলার চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের বজরা দিয়ারখাতা গ্রামে পাটে আঁশ ছাড়ানোর কাজ করার সময় বজ্রপাতে জাহাঙ্গীর আলম (৩১) এবং সোনা মিয়া (২৮) নামের দুই শ্রমিক নিহত এবং আব্দুস সামাদ (৩৬) নামের অপর একজন কৃষি শ্রমিক আহত হয়েছেন। আহত আব্দুস সামাদকে জেলা সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু তালেব। 

তিনি আরও জানান, নিহত এবং আহতরা সবাই অষ্টমীর ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে নিহত জাহাঙ্গীর আলম মুদাফৎ কালিকাপুর গ্রামের তমছের আলী মোল্লার পুত্র এবং সোনা মিয়া খামার বাঁশপাতারি গ্রামের হায়দার আলী পাইলটের পুত্র। এছাড়া আহত আব্দুস সামাদ খামার বাঁশপাতারি গ্রামে দর হানিফ আলী মুন্সীর পুত্র।

ইউপি চেয়ারম্যান আবু তালেব আরও জানান, বিভিন্ন গ্রামের কৃষি শ্রমিকরা ওই এলাকার অস্থায়ীভাবে কয়েকদিন আগে চালাবাড়ি তৈরি করে সেখানে থেকে কৃষি শ্রমিকের কাজ করে আসছিল।

শুক্রবার বিকেলের দিকে একটি ডোবায় জাগ দেয়া পাটের আঁশ ছাড়ানোর কাজ করছিলেন ওই কৃষি শ্রমিকরা। এ অবস্থায় হঠাৎ করে এক পসলা বৃষ্টি হওয়ার পরপর বজ্রপাত  হলে জাহাঙ্গীর আলম, সোনা মিয়া ও আব্দুস সামাদ আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনা মিয়া ও জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুস সামাদকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে ঢুষমারা থানার অফিসার ইসচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, নিহতদের মরদেহ তাদের বাড়িতে রাদ ৯টা পর্যন্ত পৌঁছেনি। এছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।