দুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি

মিজানুর রহমান, পটুয়াখালী জেলা প্রতিনিধি সেপ্টেম্বর ১০, ২০২১, ১২:৪৪ পিএম
ছবি : আগামী নিউজ

পটুয়াখালীঃ আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে পটুয়াখালীর দুমকি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পরিস্কার পরিচ্ছন্ন ও স্বাস্হ্য সুরক্ষা বজায় রেখে শ্রেনী কার্যক্রম পরিচালনা উপযোগী কর্মকাণ্ড।

কোভিড- ১৯ মহামারীর কারনে দীর্ঘ প্রতিক্ষার পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে স্বাস্থ্যবিধি মেনে দুমকি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক কর্মচারীদের সমন্বয়ে শ্রেণি কার্যক্রম চালুর লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পত্র অনুযায়ী ১৯ দফা বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪৬টি স্কুল ও মাদ্রাসা, প্রাথমিক পর্যায়ের ৬০টি বিদ্যালয় এবং কলেজ পর্যায়ের ১০ টি প্রতিষ্ঠানে পরিস্কার ও পরিচ্ছন্নতার কাজ পুরোদমে এগিয়ে চলছে।

১০ সেপ্টেম্বর বুধবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করেন পটুয়াখালী জেলা সহকারী শিক্ষা অফিসার মজিবুর রহমান ও সহকারী পরিদর্শক মংফুন ওয়েন। তারা পরির্শনকালে লেবুখালী হাবিবুল্লাহ সরকারী মাধ্যমিক বিদ্যালয়, দুমকি এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয়, দুমকি এন কে আলী বালিকা বিদ্যালয়, আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়, আংগারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সাতানি আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ ও নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতেও চলছে পরিস্কার পরিচ্ছন্ন স্বাস্হ্য বিধি মেনে ক্লাশ পরিচালনা করার কার্যক্রম এবং নিয়মিত তদারকি করছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তাগন।