যমুনা নদীতে নৌকা ডুবে নিহত ২, নিখোঁজ ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ৯, ২০২১, ০৮:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এনায়েতপুর স্পারবাঁধ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাতাসি এলাকার জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম (৬০) ও দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্যপাড়া এলাকার জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগম (৫০)। 

নিখোঁজরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খুরমা তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন (৮), ওমর আলীর স্ত্রী সুফি বেগম (৫০), মিন্টু হোসেনের স্ত্রী হেলেনা খাতুন (৩০) ও তার ছেলে ইয়াসিন (৬) এবং আব্দুস সাত্তার (৬০)।

এনায়েতপুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন মোল্লা ও এনায়েতপুর পাক দরবার শরিফ কর্তৃপক্ষ জানান, দরবার শরিফের বাৎসরিক ওরস উপলক্ষে জামালপুরের বিভিন্ন অঞ্চল থেকে জাকেরানরা আসছিলেন । বিকেলে আনুমানিক সাড়ে ৪টার দিকে এনায়েতপুর স্পারবাঁধ সংলগ্ন যমুনা নদীতে আসামাত্রই প্রবল স্রোতে নৌকাটি কাত হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন জাকের বাঁশসহ পড়ে যান। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন সাতজন। পরে স্থানীয়রা তল্লাশি চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে রাজশাহীর ডুবুরি দল আনার প্রক্রিয়া চলছে।