বাগেরহাটে করোনাকালীন স্বাস্থ্যসেবায় সুশাসনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সভা অনুষ্ঠিত

শেখ বাদশা, বাগেরহাট জেলা প্রতিনিধি সেপ্টেম্বর ৯, ২০২১, ০৪:১৯ পিএম
ছবি: সংগৃহীত

বাগেরহাটঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) বাগেরহাট’র আয়োজনে বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৯:৩০ মিনিটে ভার্চুয়াল পদ্ধতিতে ‘করোনাকালীন স্বাস্থ্যসেবায়  সুশাসনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সনাক বাগেরহাটের সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব এর সভাপতিত্বে এবং সনাক সদস্য বাবুল সরদার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মো. হাবিবুর রহমান। 

সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মো. হাবিবুর রহমান বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় বাগেরহাটে করোনা সংক্রমণ নিম্নমুখী এবং গত কয়েকদিনে করোনায় কোন মৃত্যু নেই।

অন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন বাগেরহাট সদর হাসপাতালের দাযিত্বপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: মিরাজুল করিম, এমওসিএস ডা. সুব্রত দাস, সনাক সহ-সভাপতি ফরিদা রহমান, সনাক সদস্য শেখ মুজিবুর রহমান, ইয়েস সদস্য প্রিয়াংকা রানী দেবনাথ, ইয়েস সদস্য দলনেতা শেখ সৈকত আলী প্রমুখ।

মতবিনিময় সভায় কোভিড ও নন-কোভিড রোগীদের সেবা প্রদান; বিশেষজ্ঞ চিকিৎসক ঘাটতি পূরণে পদক্ষেপ গ্রহণ; বাগেরহাট সদর হাসপাতালে কর্মরত চিকিৎসদদের তালিকা প্রদর্শন; অভিযোগ বা· কার্যকর করা; নারী সেবাগ্রহীতাদের জন্য নারী টেকনিশিয়ান নিয়োগ; নারীদের ফরেনসিক সেবার জন্য নারী চিকিৎসক নিয়োগ; আইসিইউ বেড সচলে উদ্যোগ গ্রহণ; টীকা প্রদান কার্যক্রম ব্যবস্থাপনা সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে সনাকের পক্ষ থেকে সুপারিশ করা হয়।

মতবিনিময় সভায় বক্তাগণ বলেন, করোনাকালীন সময়ে নানাবিধ সমস্যার মধ্যদিয়েও বাগেরহাট সদর হাসপতালে সেবা প্রদানের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সেই সাথে বিশেষজ্ঞ চিকিৎসকসহ জনবল সংকট দূরীকরণে পদক্ষেপ গ্রহণের কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়।

উল্লেখিত সুপারিশের ভিত্তিতে প্রধান অতিথি বাগেরহাটের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো: হাবিবুর রহমান বলেন,  বর্তমানে বাগেরহাটে করোনা পরিস্থিতি অনেক ভাল অবস্থানে আছে। এই ভাল অবস্থানে থাকার পিছনে সকল সেক্টরের অবদানরয়েছে। হাসপাতালে অক্সিজেন ট্যাংক বসানো হয়েছে।অক্সিজেনের কোন ঘাটতি নেই। পূর্ণাঙ্গ আরটিপিসিআর ল্যাব স্থাপন এবং ১০টি আইসিইউ বেড বসানোর কাজ প্রক্রিয়াধীন। জনবল সংকটের কারণে ৫০ শয্যার জনবল দিয়ে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ শয্যার রোগীকে সেবা দিতে হয়। গাইনী ও সার্জারি কনসালটেন্ট নাই। অনুমোদিত ২৪টি পদের মধ্যে ১৭টি পদই শুন্য।কাঙ্ক্ষিত সেবা প্রদানের জন্য ২৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন প্রয়োজন। এ বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন।

তীব্র জনবল সংকটের মধ্য দিয়েও বাগেরহাট সদর হাসপাতাল সেবাগ্রহীদের সেবা প্রদান করে যাচ্ছে। জনবল সংকট নিরসণ করা না গেলে কাঙ্ক্ষিত সেবা প্রদান ব্যাহত হতে পারে বলেও জানান ডা. মো: হাবিবুর রহমান।