হেডফোন লাগিয়ে রেললাইনে : ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০২১, ১১:১৯ পিএম
ছবিঃ আগামী নিউজ

ঢাকাঃ কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাটার সময় নরসিংদীতে ট্রেনে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা মামাতো-ফুফাতো ভাই। তারা নরসিংদীতে একটি লুঙ্গির ফ্যাক্টরিতে কাজ করতেন।

বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের তরোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-ফেনির দাগনভুইয়ার মোহাম্মদপুর এলাকার আসাদুজ্জামান নান্নুর ছেলে কাজী নজরুল ইসলাম বাবর (২১), একই এলাকার মো. হানিফ খানের ছেলে মোর্শেদ খান (১৭)।

স্থানীয় ও নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী জানান, সন্ধ্যায় দুই ভাই কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে তরোয়া-বিলাসদী এলাকার রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটাপড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।