মানিকগঞ্জে ধলেশ্বরীর পানি বিপৎসীমার উপরে

মানিকগঞ্জ প্রতিনিধি  সেপ্টেম্বর ৭, ২০২১, ০৫:২১ পিএম
ছবিঃ আগামী নিউজ

মানিকগঞ্জঃ জেলার ধলেশ্বরী নদীর জাগীর পয়েন্টে পানি গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর)  সকাল ১০টার দিকে ধলেশ্বরী নদীর জাগীর পয়েন্টের গ্রেজ রিডার বদর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেজ রিডার বদর উদ্দিন বলেন, ধলেশ্বরী নদীর জাগীর পয়েন্টে  ৮ দশমিক ২৫ সেন্টিমিটারকে বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬ টার দিকে এ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করে। সকাল ৯টা পর্যন্ত এ পয়েন্টে ৮ দশমিক ২৭ সেন্টিমিটার পরিমাপে পানি প্রবাহিত হচ্ছে। পানির চাপ বেড়ে যাওয়ায় নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে।

এদিকে শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার পানি কমেছে বলে জানিয়েছেন যমুনা নদীর আরিচা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো.ফারুক হোসেন।

তিনি জানান আরিচা পয়েন্টে পানি কমলেও বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে চরাঞ্চলে এখনো অনেক মানুষ পানিবন্দি হয়ে রয়েছে।