মাগুরায় নিজ ঘর থেকে নিখোঁজ শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৬, ২০২১, ১২:৩৮ পিএম
ছবিঃ সংগৃহীত

মাগুরাঃ নিজ বাড়ির বন্ধ ঘর থেকে মারজিয়া খাতুন (১৯) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সে সদর উপজেলার বেড় আকছি গ্রামের মফিজুর রহমানের মেয়ে ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। 

মারজিয়ার মামা মেহেদি হাসান জানান, তার বড়ভাই মেহেদির সঙ্গে ঢাকায় বসবাস করেন মারজিয়ার বাবা-মা। সে মামার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার কলমধরি গ্রামে থেকে লেখাপড়া করত। মাঝে মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে কিংবা লেখাপড়া সংক্রান্ত কাজে বেড় আকছি গ্রামের এই বাড়িতে আসে। শনিবার মারজিয়া বান্ধবীর বাড়িতে বেড়ানোর কথা বলে কলমধরি গ্রাম থেকে বের হয়। কিন্তু দুপুরের পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রোববার মারজিয়ার মা ঢাকা থেকে স্থানীয়দের সাথে যোগাযোগ করে সোমবার দুপুর ১টার দিকে গ্রামের বাড়িতে খবর নিলে তাদের বসত ঘরটি ভেতর থেকে বন্ধ দেখা যায়। এ সময় ভেতরে কোনো সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানায় তারা। পরে বিকাল ৫টার দিকে পুলিশ দরজা ভেঙে ঘরের মধ্যে থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে

মাগুরা সদর থানার এসআই নিলুফা ইয়াসমিন শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট করে লাশটি মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।