বেনাপোলে রেলওয়ে বিট পুলিশিং সভা 

মোঃ মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি  সেপ্টেম্বর ৪, ২০২১, ০৩:১৩ পিএম
ছবি: আগামী নিউজ

যশোরঃ জেলার বেনাপোলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপসহ বিভিন্ন বিষয়ে জিআরপি পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল রেলওয়ে থানার উদ্যোগে বেনাপোল রেল স্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বেনাপোল জিআরপি পুলিশের ইনচার্জ এস আই সেতাফুর রহমান, রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান, বেনাপোল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ ইনামুল হক, ইয়ার্ড মাস্টার মোঃ ইসহাকসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

এ সময় সম্প্রতিকালে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেনের টিকেট কালোবাজারী বন্ধ, বিনা টিকেটে যাত্রী পরিবহন বন্ধ, স্টেশনে বসে মাদক সেবন, রেল লাইনে হাঁটা চলার সময় সর্তক থাকা, বাল্যবিবাহ রোধসহ ও বন্ধে সকলের সহযোগিতা কামনা করা হয়। এ বিষয়ে কারোর নিকট কোন গোপন সংবাদ থাকলে তা রেলওয়ে পুলিশকে অবহিত করার জন্য উপস্থিত সকলের নিকট অনুরোধ জানানো হয়। পরে করোনা ভাইরাস প্রতিরোধে স্টেশন এলাকায় সাধারণ যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন জিআরপি পুলিশের সদস্যরা।