নড়াইলঃ জেলার কালিয়ায় স্বামীর হাতুড়ির আঘাতে দিপালী বেগম নামে ৫ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বারইপাড়া স্বামী রকিবুল গাজীর আঘাতে তার মৃত্যু হয়। নিহত গৃহবধূ চাচুড়ি গ্রামের আবু বক্কারের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত গৃহবধূর স্বামী পেশায় একজন কাঠমিস্ত্রী। প্রায় একমাস আগে স্থানীয় একটি হার্ডওয়ারের দোকানে চুরি হয়। সে ঘটনায় রকিবুল গাজীকে সন্দেহ করা হলে স্থানীয়ভাবে পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনিরের ব্যক্তিগত অফিসে সালিসে তাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। পরে শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য স্ত্রী দিপালী বেগমকে বেশ কিছুদিন ধরে চাপ দিচ্ছিলেন রকিবুল গাজী। একপর্যায়ে ঘটনার দিন টাকা দিতে রাজি না হওয়ায় দু'জনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে ক্ষুব্ধ হয়ে হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে রকিবুল। এতে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতাল নেওয়ার পথেই ওই গৃহবধূর মৃত্যু হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, উপজেলার বারইপাড়া গ্রামে স্বামীর হাতুড়ির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে স্ত্রীর মত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ওই গৃহবধূ ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে পারিবারিকভাবে জানা গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।