ঢাকাঃ আন্তঃনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস প্ল্যাটফর্মে থামার আগেই তড়িঘড়ি করে নামতে গিয়ে দুই পা হারিয়েছেন এক যাত্রী।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহত রফিক (৫০) পীরগঞ্জের পার্শ্ববর্তী হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের ইরফান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন পীরগঞ্জ স্টেশনে থামার আগেই তড়িঘড়ি করে নামতে গিয়ে পা ফসকে যায় রফিকের। এসময় তার দুই পায়ের হাঁটুর নিচের অংশ ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেন থামার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে, প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং পরে দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর দেখে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করেন তাকে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
পীরগঞ্জ স্টেশন মাস্টার সোহরাব হোসেন সুজন বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এসেছিলেন রফিক নামে এক যাত্রী। ট্রেনটি প্ল্যাটফর্মে থামার আগেই তিনি দ্রুত নামার চেষ্টা করলে নিচে পড়ে যান। এতে তার দুই পা কাটা পড়েছে।