গুনাহার ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান বুলবুল

দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি সেপ্টেম্বর ২, ২০২১, ০৮:২০ পিএম
ফাইল ছবি

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ডিসেম্বরের মধ্য ইউনিয়ন নির্বাচন সম্পন্ন হওয়ার ঘোষনায় অনেকেই ওই নির্বাচনে প্রার্থী হিসাবে জানান দিতে বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন ভোটারদের।

দুপচাঁচিয়া উপজেলায় গুনাহার ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতিকের প্রার্থী হতে চান মো. শাখাওয়াত হোসেন বুলবুল। এ লক্ষ্যে  বিভিন্ন স্তরের দলীয় নেতা কর্মি এবং ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করতে শুরু করেছেন তিনি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) আগামী নিউজের সাথে একান্ত সাক্ষাতকারে মো. শাখাওয়াত হোসেন বুলবুল তরুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অভিমত ব্যক্ত করেন। সেইসাথে আগামী নিউজ দ্রুত পাঠকপ্রিয়তা অর্জন  এবং তৃতীয় বর্ষে পদার্পণ করায় উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

মো. শাখাওয়াত হোসেন বুলবুল আগামী নিউজ কে বলেন, তরুন প্রজন্মের ভোটারদের ব্যাপক উৎসাহ ও সমর্থনের কারনে চেয়ারম্যান পদের প্রার্থী হিসাবে ভোটের মাঠে লড়তে আগ্রহ প্রকাশ করেছি । বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতিক পেলে তবেই নির্বাচনে প্রার্থী হতে চাই নতুবা দল যাকে মনোনয়ন দেবে, নির্বাচনে তার পক্ষে কাজ করে যাব।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের ভোট নিয়ে যারা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, জনগণ তাদের ভোট দিবে না। ভোটাররা ইউপি নির্বাচনে টাকার বিনিময়ে বিক্রি হতে চায়না, তারা চায় সৎ ব্যক্তি কে ভোট দিয়ে জয়লাভ করাতে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের ব্যক্তি ইমেজের স্বচ্ছতাও অগ্রাধিকার পাবে ভোটারদের কাছে।

উল্লেখ্য, মো. সাখাওয়াত হোসেন বুলবুল  দুপচাঁচিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক। তিনি বর্তমানে করমজি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন।