ফুলবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি সেপ্টেম্বর ২, ২০২১, ০৭:২৪ পিএম
ছবি: আগামী নিউজ

কুড়িগ্রামঃ খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ‌ 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে  ফুলবাড়ী জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ জাকির হোসেন। 

এতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাসুদ হোসেন, সহকারী ভূমি কমিশনার আকলিমা বেগম, ফুলবাড়ী থানার ওসি তদন্ত সরওয়ার পারভেজসহআরো অনেকে।  

উদ্বোধনী খেলায় খেলায় উপজেলা ভাইস চেয়ারম্যান ফুটবল দলকে শিমুলবাড়ী ফুটবল দল ট্রাইব্রেকারে  ১-০ গোলে পরাজিত করেন। ফুটবল টুর্ণামেন্টে চারটি গ্রুপে মোট আটটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

খেলা শেষে উপজেলা নির্বাহি অফিসার সুমন দাস এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়।