কক্সবাজারঃ উখিয়ায় পৃথক বজ্রপাতে রোহিঙ্গা ক্যাম্পের নাজমুল হাসান (২০) ও মোহাম্মদ হারেস (২৫) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া এসময় আহত হয়েছে আরও তিনজন। বুধবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ২ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লক ও পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দু্র্ঘটনা ঘটে। নিহত দুজনই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
ব্যাটালিয়ান (এপিবিএন) ১৪ এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, বুধবার সন্ধ্যা থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এতে ওইসময় বজ্রপাতে রোহিঙ্গা ক্যাম্পের দুই বাসিন্দার মৃত্যু হয়। এছাড়া বজ্রপাতে আহত হয় আরও তিনজন। আহতরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের মোহাম্মদ হাকিমের ছেলে মোহাম্মদ সালাম (৩০) ও তার দুই মেয়ে। আহতদের উদ্ধার করে প্রতিবেশীরা একটি হাসপাতালে ভর্তি করে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।