দুমকিতে খালের পেটে যাচ্ছে রাস্তা

মোঃমিজানুর রহমান, পটুয়াখালী প্রতিনিধি সেপ্টেম্বর ১, ২০২১, ০৭:৪৮ পিএম
ছবি: আগামী নিউজ

পটুয়াখালীঃ জেলার দুমকিতে জেলা পরিষদ ও এলজিইডির ঠেলাঠেলিতে সংস্কারবিহীন লেবুখালী ভাড়ানি খালের পূর্ব পাড়ের রাস্তাটি খালের পেটে চলে যাচ্ছে। লেবুখালী ব্রিজ থেকে ইউনিয়ন ভূমি (তহশিল) অফিস হয়ে লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় পর্যন্ত অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটির কয়েকটি পয়েন্টে ভেঙে খালের পেটে চলে যাওয়ায় জন চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।  

বিশেষত খালপারের শতাধিক পরিবার, তহশিল অফিসের লোকজন, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয়ের শত শত শিশু-কিশোর শিক্ষার্থীসহ ওই ইউনিয়নের নিত্য চলাচলকারী হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৭ সালের প্রলয়ংকরি ঘূর্ণিঝড় সিডর-পরবর্তী সময়ে পটুয়াখালী জেলা পরিষদের অর্থায়নে লেবুখালী ভাড়ানি খালের পূর্ব পাড়ের রাস্তাটি নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে আয়লা, নারগিস, আম্পান, ইয়াসসহ বেশ কয়েকটি ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হলেও সংস্কার করা হয়নি। জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হওয়ায় এ রাস্তাটিতে এলজিইডির পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে দুই দপ্তরের ঠেলাঠেলিতে সংস্কারবিহীন জনগুরুত্বপূর্ণ সড়কটি ভাড়ানি খালের ভাঙনে ক্রমে নিশ্চিহ্ন হতে চলছে। 

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতিটি নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিলেও তা কখনও বাস্তবায়ন হয়নি। সরেজমিনে পরিদর্শনকালে বুধবার (১ সেপ্টম্বর)  বিকালে দেখা যায়, এক কিলোমিটার সড়কের অন্তত ৪-৫টি পয়েন্টে ২০-২৫ ফুট রাস্তার প্রায় অর্ধেকাংশ খালে বিলীন হয়ে গেছে এবং বাকি অংশটুকুও বিলীন হওয়ার পথে। এছাড়াও খালপাড়ের কোথাও কোথাও জোয়ারের প্রভাবে রাস্তার নিচে সুড়ঙ্গ হয়ে পানি জোয়ার-ভাটায় পানি ওঠা-নামা করায় চরম ঝুঁকিতে রয়েছে। 

 এ ব্যাপারে স্থানীয় মেম্বার ও লেবুখালী ইউনিয়ন  পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল সালাম ডাক্তার জানান, এটা প্রক্রিয়াধীন  অচিরেই হয়ে যাবে।