পীরগাছায় অবৈধ কারেন্ট জাল জব্দ

একরামুল ইসলাম, পীরগাছা(রংপুর) প্রতিনিধি আগস্ট ৩০, ২০২১, ০৭:১৫ পিএম
ছবিঃ আগামী নিউজ
রংপুরঃ জেলার পীরগাছায় ঐতিহ্যবাহী চৌধুরাণী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ২শ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
 
সোমবার (৩০আগস্ট) বিকেলে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন।
 
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা। উপজেলা মৎস্য দপ্তরের কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে অভিযানে জব্দ করা ৪০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান বলেন, মা ও পোনা মাছ রক্ষায় এ ধরনের অভিযান সব হাট-বাজারে করা হবে। আমরা অবৈধ কারেন্ট জাল ধরতে আরো কঠোর ভূমিকা রাখছি।