মাদারীপুরে দুই যুবককে হাতুরী দিয়ে পিটিয়ে গুরুতর জখম

মাসুদ রেজা ফিরোজী, মাদারীপুর জেলা প্রতিনিধি আগস্ট ৩০, ২০২১, ০৭:০১ পিএম
ফাইল ফটো

মাদারীপুরঃ জেলার সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় সোমবার (৩০ আগস্ট) বিকালে হাতুরী দিয়ে দুই যুবককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আহতদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের মাসুদ মোল্লা ব্যক্তিগত কাজ শেষ করার পরে সোমবার বিকেলে বাড়ি দিকে ফিরছিলেন। মাসুদ ওই এলাকার হেমায়েত মোল্লার ছেলে। এসময় সদর উপজেলার পূর্ব রান্তি এলাকায় আসলে পথরোধ করে মাসুদ ও ইব্রাহিম মোল্লা নামে দুইজনকে হাতুরী দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে দুবৃৃর্ত্তরা।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় আহত মাসুদ মোল্লা বাদী হয়ে ওই দিনেই মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করেন সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আল আমিন নামে এক যুববকে।

আহত মাসুদ মোল্লা জানান, আমাদের দুইজনকে হাতুরী দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে আল আমিনসহ ১০/১২ জন। আমার কোন অপরাধ নেই। ওদের সাথে কোন দ্বন্দ্বও নেই। আমি এর বিচার চাই।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান জানান, এই ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।