ধামইরহাটে কৃষকের ইউক্যালিপটাস গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ আগস্ট ৩০, ২০২১, ০৫:৫৯ পিএম
ছবিঃ আগামী নিউজ

নওগাঁঃ ধামইরহাটে রাতের বেলায় কৃষকের ১৭৮টি ইউক্যালিপটাস গাছ উপুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার জাহানপুর ইউনিয়নের বিকন্দখাস গ্রামে। এতে ওই কৃষক হতাশ হয়ে পড়েছে। 

জানা গেছে,বিকন্দখাস গ্রামের কৃষক মো.হামিদুল ইসলাম (৬০) পৈত্রিক সূত্রে প্রাপ্ত বাড়ীর পশ্চিম পাশে ৭৪ শতাংশ জমির ৩৫ শতাংশ অংশে ১৫ দিন পূর্বে ২০০টি ইউক্যালিপটাস গাছ রোপন করেন। গাছগুলোতে নতুন পাতা বের হতে শুরু করেছে।

গত রোববার রাতে দুর্বৃত্তরা তার বাগানের ২২ টির মতো গাছ রেখে প্রায় ১৭৮টি গাছ উপুড়ে ফেলে। পরদিন সকালে গিয়ে দেখেন তার বাগানের গাছগুলো উপুড়ে ফেলেছে কে বা কারা। কিছু গাছ বাগানে ফেলে দিয়েছে এবং বাকীগুলো দুর্বৃত্তরা নিয়ে গেছে। কৃষক হামিদুল ইসলাম ওই গ্রামের মৃত তনছের উদ্দিনের ছেলে।

এব্যাপারে কৃষক হামিদুল ইসলাম বলেন,ওই জায়গা নিয়ে তার প্রথম স্ত্রী লাইলী বেগম (৫৩) ও ছেলে বিপ্লব হোসেন (৩২) এর সাথে মালিকানা নিয়ে বিরোধ চলছে।

এব্যাপারে নওগাঁ সহকারি জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে। হামিদুল ইসলামের বড় স্ত্রীর ছেলে বিল্পব হোসেন বিবাদমান জমি নিয়ে তার বাবার সাথে বিরোধের কথা স্বাীকার করেন। তবে গাছ উপুড়ে ফেলার সাথে তাদের কোন সংপৃক্ততা নেই। তিনি আরও দাবী করেন বিবাদমান ওই জমি তার দাদা তার মাকে দিয়েছে। মায়ের কাছ থেকে তারা দুই  ভাই প্রাপ্ত হয়েছেন।