কুষ্টিয়াঃ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটক নগরী কুষ্টিয়ার খোকসা কালিবাড়িতে যথাযথ মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিবসটি পালনে পূজা অর্চনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়।
সোমবার (৩০ আগষ্ট) দুপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও পূজা অর্চনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম তারিক।
খোকসা কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি সুপ্রভাত মালাকার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস সহ পূজা উদযাপন কমিটির সভাপতি সুধাংশু কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মালাকারসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রায় শতাধিক ভক্তগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সর্বশেষে ভক্তবৃন্দ দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আগামী ভবিষ্যৎ প্রজন্মের সার্বিক মঙ্গল কামনা করা হয়।