বগুড়ায় অটো চালক শামীম হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৪

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি আগস্ট ২৯, ২০২১, ০৪:২৪ পিএম
ছবি: আগামী নিউজ

বগুড়াঃ জেলার আদমদিঘীতে অটো চালক শামীম আলম (২৭) হত্যাকান্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। মুলত ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করে একটি চক্র বলে নিশ্চিত হতে পেরেছে পুলিশ।

রবিবার (২৯ আগষ্ট) বেলা ১১টার দিকে বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

তিনি জানান, ১০ হাজার টাকায় ছিনতাইকৃত অটোরিক্সা বিক্রির উদ্দেশ্যেই অটো চালক শামীমকে হত্যা করে ওই চক্র। তারা মূলত পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য।

হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- আদমদিঘী উপজেলার রানা (২৫), মিঠু (১৯), জনি (২২) ও শাহীন (২৫)।

উল্লেখ্য, গত ২৪ জুন আদমদিঘী উপজেলার নশরতপুর ইউনিয়নের ধনতলা এলাকার একটি ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেচাঁনো অবস্থায় অটো চালক শাহীনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ছোট ভাই জাহাঙ্গীর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।