হাতিয়ার পুকুরে মিলছে মেঘনার জীবন্ত ইলিশ !

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি আগস্ট ২৯, ২০২১, ১২:১২ পিএম
ছবি: সংগৃহীত

নোয়াখালীঃ জেলার হাতিয়া উপজেলার হরনী ইউনিয়ন বয়ার চর শরীয়তপুর সমাজ বেলাল হোসেনের পুকুরে ধরা পড়ল জীবন্ত ইলিশ মাছ।

রবিবার সকালে হাতিয়ার চানন্দির মাইনুদ্দিন বাজারে অন্যান্য মাছের সাথে ইলিশ মাছটি ও বিক্রি হয়।

এর আগে ভোরে পুকুরে  অন্যান্য দেশীয় মাছের সাথে ইলিশ ধরা পড়ে।

বেলালের বাড়ির পার্শ্ববর্তী আমির হোসেন ও প্রত্যক্ষদর্শী আকবর হোসেন জানান, পুকুরের পানি সেচ দেওয়ার পর অন্যান্য মাছের সাথে ইলিশ মাছটি জীবন্ত ধরা হয়। কয়েকমাস পূর্বে জোয়ারের লবণাক্ত পানি বিভিন্ন পুকুরে প্লাবিত হয়। তখন হয়তো ইলিশ মাছের পোনা পুকুরে আবদ্ধ হয়ে বর্তমানে তা ৩০০ গ্রামে পরিণত হয়েছে ধারণা করা হচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন জানান, জোয়ারের পানিতে ভেসে পুকুরে ইলিশ আটকা পড়ে আর বের হতে পারেনি। তিনি আরো বলেন, উপকূলীয় অঞ্চলের পুকুরের পানি এমনিতেই লবণাক্ত তাই তাই মাছটি লোনা পানি পেয়ে বেড়ে উঠছে।