এবার ধরা পড়লো ৪ মণ ওজনের ব্লাক মার্লিন মাছ

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  আগস্ট ২৮, ২০২১, ০৫:৪৯ পিএম
ছবি: আগামী নিউজ

পটুয়াখালীঃ জেলার মহিপুরে আনিস মাঝি নামের এক জেলের জালে এবার ধরা পড়লো বিরল প্রজাতির ৪ মণ ওজনের ১ টি ব্লাক মার্লিন মাছ। বৃহস্পতিবার রাতে গভীর বঙ্গোপসাগরে মাছটি ধরা পরে। শুক্রবার দুপুরের পর এ মাছটি মৎস্য বন্দর মহিপুরের টু-স্টার ফিস গদিতে বিক্রির জন্য নিয়ে আসা হয়। মাছটি এক নজর দেখতে ভীড় জমায় স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্র ও আনিস মাঝি এ প্রতিনিধিকে বলেন, এ জাতীয় মাছ তাদের জালে আর কখনো ধরা পড়েনি। তাই এ মাছটির স্থানীয় নাম তাদের জানা নেই। ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এ মাছটির ওজন বেশি হওয়ায় বন্দরে নিয়ে আসতে
তাদের বেশ পরিশ্রম হয়েছে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ গনমাধ্যমকে জানায়, ব্লাক মার্লিন মাছ সাধারনত বাংলাদেশের সাগর কিংবা নদীতে বিচরন করেনা। এ মাছ প্রশান্ত মহাসাগার ও ভারত মহাসাগরে কম সংখ্যক দেখা যায়। তবে বিদেশে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই জেলের জালে ১৫ টি পাখি মাছ ধরা পড়েছিলো।