স্থানীয় ও পুলিশের ভাষ্য, নিহত আব্দুর রব শনিবার ভোররাতে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদের যাচ্ছিলেন।
মসজিদে যাওয়ার পথে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় । পরে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নোয়াখালী চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।