আগামী নিউজে সংবাদ প্রকাশের পর,রাজাপুরে ভাঙ্গন রোধের কাজ শুরু

মহিউদ্দিন, ভোলা প্রতিনিধি আগস্ট ২৬, ২০২১, ০৪:৩০ পিএম
ছবি : আগামী নিউজ

ভোলাঃ গত ২৪শে আগষ্ট বহুল প্রচারিত অনলাইন পোর্টাল আগামী নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের নদী ভাঙ্গন নিয়ে "ভাঙন আতঙ্কে দিশেহারা রাজাপুর বাসী" এই শিরোনামে সংবাদ প্রকাশের পরে জিওব্যাগ দিয়ে ভাঙ্গন রোধের কাজ শুরু করেন কর্তৃপক্ষ।

জাতীয় অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজে ভাঙ্গনের নিউজ প্রকাশিত করলে ভোলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সংগ্রহ করে নিউজ করলে যা আমলে নেন ভোলার পানি উন্নয়ন বোর্ড,অবশেষে ভোলা সদর আসনের সাংসদ আলহাজ্ব তোফায়েল আহমেদ এর নির্দেশে দ্রুত গতিতে কাজ শুরু হয় ভাঙ্গনরোধের, ফালানো হচ্ছে জিওব্যাগ।

এদিকে বৃহস্পতিবার (২৬আগষ্ট) বেলা ১২ টায় অতিরিক্ত মহা পরিচালক (প্লানিং) ডক্টর মিজানুর রহমান, ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় কর্মকতা বাবুল আক্তার, ভোলার নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ভাঙ্গন কবলিত এলাকা পরির্দশন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রেজাউল হক মিঠু চৌধুরী প্রমুখ।

পরির্দশন শেষে কর্মকতারা জানান, ভাঙ্গনরোধ করতে আমরা খুব দ্রুত গতিতে কাজ করার নির্দেশ দিয়েছি পাশাপাশি বর্তমান তিন কিলোমিটার বেশি ভাঙ্গছে তাই সেটা ঠেকানোর জন্য জিওব্যাগ দেওয়া হচ্ছে।

এদিকে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজ ও ভোলার গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রাজাপুরবাসী।