কুষ্টিয়াঃ জেলার খোকসায় সি আর ভি এস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রফাইল ডাটাবেজ তৈরি এবং ইউনিক আই ডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে দুই দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ ২৬ আগষ্ট বৃহষ্পতিবার শেষ হয়েছে।
খোকসা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ্ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমুল হক, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ আশরাফুজ্জামান।
প্রশিক্ষণ প্রদান করেন উপজেরা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মিলন হোসেন খান, সহযোগীতা করেন খোকসা উপজেলা আইসিটি জেলা এম্বাসেডর ও শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় বিশ্বাস। প্রশিক্ষনে খোকসা উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রতিষ্ঠান প্রধান ও কম্পিউটার বিষয়ে পারোদর্শী একজন করে শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ।