রংপুরে জামায়াতের আমিরসহ ১০ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,রংপুর আগস্ট ২৫, ২০২১, ১১:১৩ পিএম
ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ নাশকতা ও রাষ্ট্র বিরোধী পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠকের অভিযোগে রংপুর মহানগর জামায়াতের আমির-সেক্রেটারিসহ ১০ নেতাকর্মীকে  গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ৬টার দিকে রংপুর নগরীর দক্ষিণ বাবুখাঁ এলাকার লোকমান হোসেনের টিনশেড বাসায় অভিযান চালায় পুলিশ। এতে মহানগর জামায়াতের ইসলামীর আমির ফরহাদ হোসেন মন্ডল (৩৮), সেক্রেটারি শাহানত মিয়া (৪৫), সংগঠক লোকমান আলী (৬৫), মশিউর রহমান (৪০), আব্দুল মালেক (৩০), মিজানুর রহমান (৩৮), মাহমুদুর রহমান (৬০), ওবায়দুর রহমান (৪০), শরিফুল ইসলাম (৩৬), জাহাঙ্গীর আলমকে(৫০) গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১৪-১৫ জন জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যায়।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নেতাকর্মীদের নামে নাশকতার মামলার পর বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।