চাকরি দেয়ার নামে প্রতারনা : ভুয়া ডিএসবি আটক

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি আগস্ট ২৫, ২০২১, ০৯:৫৭ পিএম
ছবিঃ আগামী নিউজ

যশোরঃ সদর উপজেলার চুড়ামনকাটি থেকে পুলিশের ডিএসবি’র কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগ আহসান কবীরকে আটক করেছে পুলিশ। বুধবার কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে আটকের পর আদালতে সোপর্দ করেছে।  আহসান সাতক্ষীরার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের কাজী আবুল কাশেমের ছেলে।

হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে মিন্টু জানান, চাকরি দেয়ার নাম করে আহসান কবীর তার কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা নেয়ার সময় তিনি ডিএসবি কর্মকর্তা পরিচয় দেয়।  কিন্তু দীর্ঘ দিনে তাকে চাকরি দিতে ব্যর্থ হয়। পরে টাকা ফেরত দিতে তালবাহানা করে। এই ঘটনায় তিনি  ২৫ আগস্ট দুপুরে কোতয়ালি মডেল থানায়  মামলা করেন। পরে পুলিশ তাকে  চুড়ামনকাঠি কুন্ডুপাড়া জনৈক আলগীরের বাড়ি থেকে আটক করে। আহসান কবীর আলমগীরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে আহসান কবীর একজন প্রতারক। ডিএসবি কর্মকর্তা পরিচয়ে তিনি ধান্দাবাজিতে লিপ্ত ছিলো।