সুন্দরগঞ্জে কালিমন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ

জাহিদ হাসান জীবন , সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ আগস্ট ২৫, ২০২১, ০৮:৩৯ পিএম
ছবিঃ আগামী নিউজ

গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জে একটি কালিমন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার গভীর রাতে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা ইন্দ্রারপাড় নামক স্থানে পাকিরের তল পাতারি কালিমন্দিরে এ ঘটনা ঘটেছে। পরে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত জব্দ করেছেন থানা পুলিশ।  

ইউপি চেয়ারম্যান এ্যাডঃ মোখলেছুর রহমান রাজু বলেন, ‘গত মঙ্গলবার গভীর রাতে ওই মন্দিরের চারটি প্রতিমা ভেঙ্গে ফেলেন দূবৃর্ত্তরা। এরপর তাতে আগুন ধরিয়ে দেন তাঁরা। এ সময় স্থানীয় দুই যুবক আগুন দিয়ে পুড়িয়ে ফেলার দৃশ্য দেখে ফেলেন। তাঁদের হুমকি দিলে তাঁরা সেখান থেকে সরে যান। পরে পূজারীরা এসে আগুন নেভায়। ততক্ষণে দূবৃর্ত্তরা পালিয়ে যান।’

থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামতগুলো জব্দ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আইনগত প্রতিক্রিয়া চলছে।’