মো.বাবর আলী, নড়াইল জেলা প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২১, ০৬:০৯ পিএম
ছবিঃ আগামী নিউজ
নড়াইলঃ ২০২১-২০২২অর্থ বছরে মৎস্য অধিদপ্তররের রাজস্ব খাতের আওতায় কালিয়া উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার(২৫আগস্ট) দুপুরে কালিয়া উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃআবু রায়হান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃজহুরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম শেখ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম বিশ্বাস মমিনুর রহমান,নড়াগাতি থানার ওসি (তদন্ত)মোঃইকরাম হোসেনসহ অন্যান্যরা।
পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে মৎস্য কর্মকর্তা মোঃ আবু রায়হান বলেন, মাছের চাহিদা মেটাতে মৎস্য অধিদপ্তরের আওতায় আজ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ১ম পর্যায়ে ৫৫৭কেজি রুই,কাগলা,মৃগেল মাছে পোনা অবমুক্ত করা হয়েছে।