কুমিল্লায় করোনা শনাক্ত ১১৬, মৃত্যু ১

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা জেলা প্রতিনিধি আগস্ট ২৫, ২০২১, ০৬:০২ পিএম
ফাইল ফটো
কুমিল্লাঃ গত ২৪ ঘণ্টায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪দশমিক ৬%। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।
 
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন আজ  বিকেলে আগামী নিউজকে  এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট  বিকেল থেকে ২৫ আগস্ট  বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
 
শনাক্তদের মধ্যে ১২  জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ৩ জন, সদর দক্ষিণের  ১ জন,  বুড়িচংয়ের ৯ জন, চৌদ্দগ্রামের ১৮, দাউদকান্দির  ১ জন, বরুড়ার ১৬, মেঘনায়  ৫ জন , লাকসাম ২০ জন, লালমাইয়ের  ২ জন, চান্দিনার ৬ জন, হোমনার ২  জন,তিতাসের ১ জন, মনোহরগন্জ ৬ জন, মুরাদনগর উপজেলার ১১ জন।
 
 যিনি মারা গেছেন তিনি  একজন নারী এবং  চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। 
 
জেলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬৩ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ২৯ হাজার ৭৬০ জন।