চিরিরবন্দরে র‌্যাবের হাতে ইয়াবাসহ ধরা তিন মাদক কারবারি

দিপংকর রায় , দিনাজপুর প্রতিনিধি আগস্ট ২৫, ২০২১, ১২:৫৪ এএম
ছবিঃ আগামী নিউজ

দিনাজপুরঃ জেলার চিরিরবন্দরে ১৯৩৫ পিস ইয়াবা সহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব ১৩। 

মঙ্গলবার(২৪ আগষ্ট) বিকালে উপজেলার ঘুঘুরাতলী বাজার এলাকায় র‌্যাবের বিশেষ অভিযানে পরিচালিত হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  চিরিরবন্দর ঘুঘুরাতলী বাজারে র‍্যাব ১৩ অভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার বালিয়া উপজেলার  মৃত বেতন মিয়ার পুত্র হাবিবুর রহমান (৪৭), নওগাঁ জেলার  বদল গাছি উপজেলার মৃত ফজলুর রহমানের পুত্র রুবেন (৩৪), ও সদর দিনাজপুরের ঝাড়বাড়ী (মাহুদপাড়া) মৃত খবির উদ্দিনের পুত্র রায়হান হিপ্পু (৩৪) কে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে মোট ১৯৩৫ পিস ইয়াবা ট‍্যাবলেট ও মাদক পরিবহনে ব‍্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রিত নগদ মোট ৩৩ হাজার ৪৮০ টাকা উদ্ধার ও জব্দ করে। 

পরে র‍্যাব বাদি হয়ে গ্রেফতার ৩ আসামির বিরুদ্ধে চিরিরবন্দর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করে।