ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত ২৫ জন

শামসুল আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি আগস্ট ২৪, ২০২১, ০৫:৩৯ পিএম
ফাইল ফটো

ঠাকুরগাঁওঃ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর বহরে যোগ হল আরও ১ জন এবং আক্রান্তের মিছিলে ২৫ জন ।

মঙ্গলবার (২৪ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

এই নিয়ে জেলায় করোনায় মৃত্যুর বহরে নতুন যোগদানকারী আরো  জনের মধ্যে সদর উপজেলায় ৫৮ বছর বয়সী একজন মহিলা। এপর্যন্ত জেলায় করোনায় মোট ২২৩ জনের মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১২৮ জনের নমুনা পরীক্ষা পর জেলায় নতুন করে আরো ২৫ জন করোনা সংক্রমণ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৯ জন, পীরগঞ্জে ৪ জন, রাণীশংকৈলে ১ জন, হরিপুরে ১ জন  শনাক্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত মোট ৭ হাজার ৫০  জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৮০ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৭৬ জন ও মোট মারা গেছেন ২২৩জন।

এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় জেলাবাসীকে সাবধানতা অবলম্বনসহ সরকারী নির্দেশনা ও সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।