নাটোরে আসল র‌্যাবের হাতে ভুয়া র‌্যাব আটক

আব্দুল মজিদ, নাটোর জেলা প্রতিনিধি আগস্ট ২৩, ২০২১, ০২:০৩ পিএম
ছবিঃ আগামী নিউজ
নাটোরঃ জেলার বড়াইগ্রাম থেকে সেলিম মোর্শেদ (৩৪) ও এরশাদ আলী (৩৫) নামের ২জন ভুয়া র‌্যাবকে আটক করেছে কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন।
 
আটককৃতরা পাবনা জেলাধীন সাথিয়া থানার গোপালপুর গ্রামের বাসিন্দা।  আটক সেলিম মোর্শেদ ওই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে এবং এরশাদ আলী একই এলাকার সোহরাব আলী মাস্টারের ছেলে।
 
সোমবার (২৩ আগষ্ট) দুপুরের দিকে র‌্যাব-৫ সিপিসি-২ নাটোরের কোম্পানী কমান্ডার জানান, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক এর নিকট ৫হাজার ও নগর ইউনিয়নের চেয়ারম্যান জনাবা নিলুফার ইয়াসমিন ডালু এর নিকট হতে ৩হাজার টাকা র‌্যাব পরিচয় দিয়ে প্রতারণাপূর্বক চাঁদা আদায় করে এবং গোপালপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম খান এর নিকট চাঁদা দাবী করে। রবিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
 
এসময় তাদের কাছ থেকে একটি ভুয়া র‌্যাব আইডি কার্ড, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, একটি পুলিশ স্টিকারযুক্ত মোটরসাইকেল, তিনটি ক্রেডিট কার্ড, একটি এনআইডি কার্ড, তিনটি মোবাইল ফোন, পাঁচটি  সিমকার্ড, দুইটি মোমেরী কার্ড, একটি  র‌্যাবের ব্যাগ, একটি  ড্রাইভিং লাইসেন্স, একটি গ্যাস লাইট, একটি সুইচ চাকু, ভুয়া জীবনবৃত্তান্ত ফর্ম ১৩ পাতা এবং প্রতারণাকৃত নগদ ১৭ হাজার ৭ শত ৪০ টাকা উদ্ধার করা হয়।
 
র‌্যাব দাবি করেন, তারা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এর সার্বিক অবস্থা তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তাদেরকে দাবিকৃত টাকা প্রদান করলে বর্নিত চেয়ারম্যান প্রার্থীগণের নির্বাচনে জয়ের সম্ভাবনা অনেকাংশেই নিশ্চিত হবে।