সুবর্ণচরে শ্যুটারগানসহ চার ডাকাত আটক

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি আগস্ট ২৩, ২০২১, ১১:৪৭ এএম
ছবি: সংগৃহীত
নোয়াখালীঃ জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুমুলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ যুবককে আটক করেছে পুলিশ।
 
এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী ওয়ান শ্যুটারগান, তিনটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়। পুলিশ বলছে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়েছে।

রোববার রাতে চর মাকসুমুল গ্রামের ওসমান বেপারী বাড়ির পাশ্ববর্তী মেঘনা নদীর পাড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, চর আকরাম উদ্দিন গ্রামের মোশারফ মাঝির ছেলে নাজিম উদ্দিন (২০), একই গ্রামের শাহজাহান ড্রাইভারের ছেলে রুবেল (২২), চর আলা উদ্দিন গ্রামের বাহার উদ্দিনের ছেলে কামরুল (২৫) ও চর মোজাম্মেল গ্রামের আব্দুল হাশেমের ছেলে জসিম উদ্দিন (২৫)।

পুলিশ জানায়, একদল ডাকাত চর মাকসুমুল গ্রামের ওসমান বেপারী বাড়ির পাশ্ববর্তী মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় চর জব্বার থানা পুলিশ। অভিযানকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় ৪ডাকাতকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশী ওয়ান শ্যুটারগান, তিনটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।