এম মনসুর আলী মেডিকেলের ল্যাবে ছড়িয়েছে ভাইরাস,বন্ধ করোনা পরীক্ষা

সিরাজগঞ্জ প্রতিনিধি আগস্ট ২১, ২০২১, ১০:০৭ পিএম
ছবিঃ আগামী নিউজ

সিরাজগঞ্জঃ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সংক্রমিত হওয়ায় সিরাজগঞ্জে করোনা নমুনা বন্ধ রেখেছে কতৃপক্ষ।

জানাযায়, প্রতিদিন ১০০ টি নমুনা পরীক্ষায়  ৮০টির ফলাফল পজিটিভ আাসায় গত ৫দিন ধরে করোনা  পরীক্ষা বন্ধ রয়েছে।

এ অবস্থায় জেলার একহাজারের বেশি করোনা পরীক্ষা  নমুনা জমে আছে এই হাসপাতালে। এতে নতুন করে নমুনা নেয়া বন্ধ রেখেছে কতৃপক্ষ।

শুক্রবার (২০ আগষ্ট) এসব তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ল্যাবের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ডা. শর্মিলী পাল।

সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ত্রুটির কারণে নমুনা নেয়া বন্ধ রাখায়। সংগ্রহ কার্যক্রম বন্ধ  রেখেছে জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এতে চরম বিপাকে পড়েছে রোগীরা।

অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী জানান, গত কোরবানির ঈদের পর থেকে করোনার নমুনা পরীক্ষার চাপ ক্রমেই বাড়ছে।

এ অবস্থায় ল্যাবে সংক্রমণ শনাক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। সংক্রমণের কারণে ল্যাবে করোনা পরীক্ষার ফলাফলে অস্বাভাবিক রিডিং আসায় পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সংক্রমণ দূর করে ল্যাবটি ফের চালুর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে আগের নমুনাগুলো ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।