হিলিতে মাদরাসা ছাত্রকে বলাৎকারে নৈশপ্রহরী গ্রেফতার

দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি আগস্ট ২১, ২০২১, ১২:২৫ পিএম
ছবি: সংগৃহীত
দিনাজপুরঃ জেলার হিলিতে ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে  মাদ্রাসার নৈশপ্রহরী মমিনুল ইসলাম সুজন(২৭)কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
 
শুক্রবার (২০ আগস্ট) আনুমানিক রাত ১০ টায় উপজেলার চেংগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মমিনুল ইসলাম সুজন উপজেলার বড় চেংগ্রামের রফিকুল ইসলামের ছেলে। 
 
এজাহার সুত্রে জানা যায়, গত ১৬ আগষ্ট (শুক্রবার) আনুমানিক রাত ১১ টায় হিলি বিশাপাড়া হিলফুল ফুজুল মাদরাসার ছাত্র মোঃ মাশরাফি আনজুম মুকিম (১০) কে বলাৎকারের অভিযোগে। উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী ছাত্রের বাবা মোঃ রুস্তম আলী (২৮) বাদী হয়ে একই মাদ্রাসার নৈশ প্রহরী মমিনুল ইসলাম সুজনকে আসামি করে মামলা দায়ের করে।
 
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ আগামী নিউজকে সত্যতা নিশ্চিত করে বলেন।বলৎকার মামলা দায়ের করলে ঘটনার সত্যতা থাকায় উক্ত ঘটনার বিষয়ে মামলা রুজু করে আসামীকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে বিজ্ঞ আদালতে  প্রেরণের প্রক্রিয়া চলমান ।