বৃহস্পতিবার (১৯আগস্ট) ঢাকা থেকে একটি মিনি ট্রাকে কাঁচা মরিচ আনা হয়েছে।
এ দিকে পৌর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে ১৭%। সপ্তাহখানেক আগে কাঁচা মরিচের দাম ছিল ২০০ থেকে ২২০ টাকা কেজি। আজ থেকে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১৪০ কেজি দরে। কাঁচা মরিচের দাম বৃদ্ধির ব্যাপারে বিক্রেতারা বলছেন, প্রতি বছর এই সময়ে এসে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পায়। কৃষি মৌসুম অনুযায়ী মরিচ উৎপাদনে এখন পালাবদল হয়। মরিচ বারোমাসি ফসল। এতে দাম বাড়ার কারণ সরবরাহ কম। ফলে দাম বেড়েছে। আগামী দিনে ঢাকা,খুলনা,যশোর,বেনাপোল সরবরাহ না বাড়লে এই পণ্যটির দাম আরো বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
পাইকারি বিক্রেতা ইউনুস বলেন টানা বৃষ্টির কারণে সবজি বাগান চরম ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলা থেকে বাজারে সবজি আসে তবে বৃষ্টিপাতের কারণে সকল জায়গায় সবজি পঁচে যাওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে বলে জানান তিনি।
বরগুনা সদর উপজেলা কৃষি সম্পদ সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান জানান,কৃষি জমিতে জলাবদ্ধতা কারনে সবজি ক্ষেত নষ্ট হয়েছে। জেলার শাক-সবজির দাম বৃদ্ধি একটা রীতিতে পরিণত হয়েছে।