ফরিদপুরে ৫শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরন

সুমন ইসলাম, ফরিদপুর প্রতিনিধি আগস্ট ১৮, ২০২১, ১২:৫৩ পিএম
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নদী ভাঙ্গন, অসহায় দরিদ্র ৫শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার সময় শহরের কমলাপুর রেলগেট বুলবুল স্মৃতি সংসদের উদ্যোগে এসব ত্রান দেওয়া হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে ত্রান বিতরন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌরসভার ২২নং ওয়ার্ডের কাউনন্সির নজরুল ইসলাম মৃধা, ২২নং ওয়ার্ডের জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ইলিয়াস মিয়া দুলু, বুলবুল সৃতি সংসদের আহবায়ক সরদার মো. ইমরুল কায়েস বিদৎু প্রমূখ। 

পরে উপস্থিত ২২নং ওয়ার্ডের ৫শতাধিক নদী ভাঙ্গন, অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী  ড. যশোদা জীবন দেবনাথ এর উপহার ৫ টন চাউল বিতরনের করা হয়।