ফরিদুল ইসলাম, জামালপুর প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২১, ১১:৩০ এএম
ছবিঃ আগামী নিউজ
জামালপুরঃ বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারি পরিষদ জামালপুর জেলা শাখার পক্ষে ৫ দফা দাবীতে ১৭ আগস্ট রাত ১১ টায় জামালপুর জেলা শাখার পক্ষে ৫ দফা দাবীতে ১৭ আগস্ট রাত ১১ টায় জামালপুর সদর আসনে সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো.মোজাফ্ফর হোসেন এমপি হাতে তার খেজুর তলাস্থ বাস ভবনে স্মারকলিপি প্রদান করেন অত্র সংগঠনের জামালপুর জেলা শাখার সভাপতি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক মো: মানুন অর রশিদ ও অর্থ সম্পাদক মো: আরিফ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। ৫ দফা দাবীর মধ্য রয়েছে:-
(১)অফিস সহকারি পদ বাতিল করে প্রশাসনিক কর্মকর্তা/ অফিস সুপার পদ প্রদান করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
(২) ৩য় শ্রেণি কর্মচারিদের ন্যনতম ১১ তম গ্রেড প্রদান করে শিক্ষার্থী অনুপাত কর্মচারির সংখ্যা বৃদ্ধি করতে হবে।
(৩) শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরীরবিধি২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটিতে ৩য় শ্রেনি কর্মচারিদের মধ্য হতে ১ জন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে।
(৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
(৫) সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় করণ করতে হবে।
উল্লেখ্য যে, এর বেশ কিছুদিন আগে অত্র সংগঠনের পক্ষে ৫ দফা দাবীর আদায়ে মানববন্ধন ও জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।