পরিবেশ দূষণ: গাজীপুরে ওয়াশিং কারখানাকে জরিমানা

মোক্তার হোসেন, গাজীপুর প্রতিনিধি:  আগস্ট ১৭, ২০২১, ১০:২৫ পিএম
ছবিঃ আগামী নিউজ

গাজীপুর: গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে এক ওয়াশিং কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট থান্দার কামরুজ্জামান মঙ্গলবার বিকেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট থান্দার কামরুজ্জামান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের শাহ আলম বাড়ী এলাকার নুর ওয়াশিং প্ল্যান্ট কারখানাটি ইটিপি বন্ধ রেখে ওয়াশিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করে আসছিল। মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট থান্দার কামরুজ্জামান এর নেতৃত্বে সেখানে পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় পরিবেশ দূষণের দায়ে ওই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও যথাযথভাবে ইটিপি নির্মাণ ব্যতীত কারখানাটির ওয়াশিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

অভিযানকালে গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিনসহ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।