কুমিল্লায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১৯৫

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা জেলা প্রতিনিধি আগস্ট ১৭, ২০২১, ০৬:৫১ পিএম
ফাইল ফটো
কুমিল্লাঃ গত ২৪ ঘণ্টায় ১৯৫  জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ১%। এসময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।
 
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন সোমবার বিকেলে আগামী নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,১৬ আগস্ট সোমবার বিকেল থেকে ১৭  আগস্ট মঙ্গলবার  বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
 
শনাক্তদের মধ্যে ৩১জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ৫, সদর দক্ষিণের ৯, বুড়িচংয়ের ৩, চান্দিনায় ৪, চৌদ্দগ্রামের ৩৩, দেবিদ্বারের ৭, দাউদকান্দির ১, লাকসামের ১১, লালমাইয়ের ৫, বরুড়ার ১৭, মেঘনায় ১৫, হোমনায় ১৫, তিতাসের ৮, মুরাদনগরের ১৯, নাঙ্গলকোটরে ৩, ব্রাক্ষণপাড়া  উপজেলার ৮ জন।
 
যারা মারা গেছেন তাদের মধ্যে  চৌদ্দগ্রাম ও  মুরাদনগরের  ১ জন করে রয়েছে। মৃতদের মধ্যে ২ জনই পুরুষ।
 
জেলায় এখন পর্যন্ত ৩৬ হাজার ৫৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭১ জন।
 
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৮৮ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ২৫ হাজার ৫৭৩ জন।