রায়গঞ্জে ফুলজোড় নদী গিলে খাচ্ছে রাস্তা

আশরাফ আলী, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি আগস্ট ১৭, ২০২১, ০৬:০২ পিএম
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জঃ জেলার রায়গঞ্জের ঘুড়কা ইউনিয়নের রয়হাটী উত্তরপাড়া গ্রামের প্রায় ১ হাজার ফুট কাঁচা রাস্তা গিলে খাচ্ছে ফুলজোড় নদী। মঙ্গলবার দুপুরে  সরেজমিনে গিয়ে জানাযায়, এই রাস্তা দিয়ে এলাকাবাসী আতঙ্কে পাড়া পার হচ্ছেন। এই রাস্তায় চলাচল করেন প্রায় ১০ হাজার মানুষ। ইতি মধ্যেই বৃষ্টিতে প্রায় সাড়ে ৩ শত ফুট ভূমি ও রাস্তা ধসে গেছে, ফুলজোড় নদীর নদীগর্ভে।

ঐ কাঁচা রাস্তাটি আকবর আলীর বাড়ী হতে ময়ানের চাতাল পর্যন্ত। প্রায় ১৪ ফুট চওড়া ও ৮ শত ফুট দৈার্ঘের রাস্তাটি পর পর কয়েক দফায় নদী পানি বেড়ে যাওয়ার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এই কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন।

ঐ এলাকার রয়হাটী সুন্নতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আলমগীর হোসেন, স্থানীয় ব্যবস্থায়ী ও আওয়ামীলীগ নেতা আব্দুস ছাত্তার, সোলায়মান আলী, সাইফুল ইসলাম জানান এই রাস্তা দিয়ে চলাচলে ভয় হয়, কখন যে আমরা কাঁচা রাস্তা চলাচলের সময় ভূমি ডেবে নদীতে পড়ে ডুবে মরি তার ইয়েত্তা নাই। এই কাঁচা রাস্তাটি মেরামতের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করলেও কাজের কাজ হয়নি।

রাস্তাটির ক্ষতির হাত থেকে রক্ষা পেতে দ্রুত সংস্কার চান ভুক্তভোগি এলাকাবাসীরা। এব্যাপারে ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এই রাস্তাটি হাজারও মানুষের চলাচলের একমাত্র পথ। ভাল ভাবে মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষে কাছে জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আতিকুর রহমান জানান রাস্তাটি পরিদর্শন করে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।